প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2025 ইং
জনগণকে ভেলকিবাজি দেখিয়ে এবার আর ভোট নিতে পারবে না - টুকু
    
বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন জনগণকে ভেলকিবাজি দেখিয়ে এবার আর ভোট নিতে পারবে না। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনেক আলেম-ওলামারা বলেছেন নীল নদের যে রকম পানি নীল নয়। সে রকম জামায়াতে ইসলামও ইসলাম নয়। ওটা হচ্ছে মৌলবাদ। 
শনিবার (২৭ সেপ্টেম্বর)  বিকেলে টাঙ্গাইল  সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পার বহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনীতে সভাপতিত্বে বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
এসময় তিনি বলেন আজকে কিছু লোক পি আর পদ্ধতির কথা বলে নির্বাচনের ষড়যন্ত্র করছে। আবার নিচ দিয়ে ভোটও চায়। বিভিন্ন গ্রাম অঞ্চলে ঘরে ঘরে মা বোনদের কাছে ভোট চাচ্ছে।  
বিগত ১৭ বছর যারা আওয়ামী লীগের ছাতার নিচে রাজনীতি করেছে। তারা মামলা হামলার শিকার হয়নি । এখন সামনে এসে দাঁড়াচ্ছে। তারা আবার বড় বড় কথাও বলছে। তারা মুখে একটা বলে অন্তরে আরেকটা রাখে। তাদেরকে কি বলা হয় মোনাফেক ? 
ইদানিং তারাই বলে একটি ভোট দিলে নাকি বেহেস্ত পাওয়া যাবে। বেহেস্তের টিকিট বিক্রি করে বেড়ায় তারা নাউজুবিল্লাহ। 
 টুকু বলছেন, আগামীর বাংলাদেশ কি রকম হবে কি রকম আপনারা দেখতে চান। সেই দিক চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই দিক চিন্তা করে ৩১ দফা উপস্থাপন করেছেন। 
তার একটি দফা কৃষক বাঁচলে বাঁচবে দেশ। সে ক্ষেত্রে কৃষকদের জন্য  কি কি করণীয়। সেসব বিষয় নিয়ে কথা বলেন তিনি। এ সময় কৃষকদের জন্য হিমাগারের কথা আলোচনা করেন তিনি। 
তিনি বলেন, পচনশীল ফসল যাতে করে হিমাগারে রেখে সময় মত ন্যায্য দামে বিক্রি করা যায়। সে হিসাবে তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটে যদি ক্ষমতায়  আসে এই পশ্চিম টাঙ্গাইলে অর্থাৎ চরাঞ্চলে একটি হিমাগার করবো ইনশাআল্লাহ।  
পরিশেষে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় এই কথাই বলছেন জনগণের সাথে থাকুন জনগণকে সঙ্গে রাখুন। জনগণই হচ্ছে বাংলাদেশের মূল প্রাণ। জাতীয়তাবাদীর মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। জনশক্তি জনবল বিএনপি'র মনোবল। 
অনুষ্ঠানে মাহমুদনগরের কৃষকরা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে  আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। 
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, মাহমুদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com